ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যে আজ থেকে লকডাউন শিথিল হয়েছে। খুলে গেছে সব পাব, বার, হোটেল-রেস্টুরেন্ট, জাদুঘর, সেলুন ও সিনেমা হলসহ ব্যবসা প্রতিষ্ঠান। ধর্মীয় উপাসনালয়ও আজ থেকে খুলছে। বন্ধ থাকবে নাইটক্লাব, জিম এবং সুইমিং পুল। ভিড় এড়াতে পাব ও রেস্টুরেন্টে আগে থেকেই টেবিল বুক করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া সেখানে প্রবেশ করতে হলে নিজের বিস্তারিত তথ্য দিতে হবে। পার্কগুলোতে যথাযথভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে একসঙ্গে ছয়জন পর্যন্ত ব্যক্তিকে জমায়েতের অনুমতি দেয়া হয়েছে। এরই মধ্যে দেশটির কিছু স্কুলে ক্লাস নেয়া শুরু হয়েছে।এদিকে, সামাজিক দূরত্ব বজায় রাখা না হলে আবারও কড়াকড়ি আরোপ করা হবে বলে নাগরিকদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।
যুক্তরাজ্যে আজ থেকে শিথিল হচ্ছে লকডাউন
0
Share.