বুধবার, জানুয়ারী ২২

যুক্তরাজ্যে করোনার ভারতীয় ধরন দ্রুত বাড়ায় উদ্বেগ

0

ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যে করোনার ভারতীয় ধরন যে হারে ছড়িয়ে পড়ছে, তাতে উদ্বিগ্ন ব্রিটিশ সরকার। সংক্রমণ মোকাবিলায় প্রয়োজনে স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে বিধিনিষেধ আরোপ করা হতে পারে বলে দেশটির সরকার জানিয়েছে।জানা যায়, ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় প্রয়োজন পড়লে ‘অর্থনৈতিক ও সামাজিক’ বিধিনিষেধ আরোপ করা হতে পারে বলে ব্রিটিশ সরকার জানিয়েছে।এ ছাড়া প্রয়োজনীয় পদক্ষেপের অংশ হিসেবে খুব বাজেভাবে আক্রান্ত এলাকার কিছু মানুষকে দ্বিতীয় দফায় করোনার টিকা দেওয়া হতে পারে বলে জানা যায়।ইংল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সে দেশে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এক হাজার ৩১৩ জনের মধ্যে ভারতীয় ভ্যারিয়্যান্ট ধরা পড়েছে। গত ৫ মে এই সংখ্যা ছিল ৫২০ জন।ব্রিটিশ স্বাস্থ্য ও সামাজিক সেবা বিভাগ অবশ্য বলছে, ভারতীয় ভ্যারিয়্যান্ট রোগের তীব্রতার ওপর প্রভাব ফেলছে কি না কিংবা এই ভ্যারিয়্যান্ট টিকার প্রভাব এড়াতে সক্ষম কি না—তার এখনও কোনো শক্ত প্রমাণ মেলেনি।’তবে একইসঙ্গে স্বাস্থ্য বিভাগ এও বলছে, ‘যদি যথেষ্ট প্রমাণ মেলে যে, এই ভ্যারিয়্যান্ট টিকার প্রভাব এড়াতে পারছে, তাহলে ভ্যারিয়্যান্টটি দমনে বা নিয়ন্ত্রণে স্থানীয় বা আঞ্চলিক পর্যায়ে অর্থনৈতিক ও সামাজিক বিধিনিষেধ পুনরায় আরোপ করার প্রয়োজন হতে পারে।’  ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, যেসব এলাকায় রোগাক্রান্তের সংখ্যা বাড়ছে, সরকার সেখানে প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছে। একইসঙ্গে তিনি জনগণকে ‘সদা সতর্ক’ থাকার আহ্বান জানিয়েছেন।ম্যাট হ্যানকক বলেন, ‘আমরা অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। প্রয়োজন হলে আরও পদক্ষেপ নিতে দেরি করা হবে না।’এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও প্রয়োজনে পুনরায় আঞ্চলিক বিধিনিষেধ আরোপের সম্ভাবনা উড়িয়ে না দিয়ে বলেছিলেন, ‘এই ভ্যারিয়্যান্ট নিয়ে আমরা উদ্‌বেগের মধ্য রয়েছি।’তবে, তার মানে এই নয় যে, বিধিনিষেধ শিথিল করার পূর্বপরিকল্পনা থেকে ইংল্যান্ডের সরে আসার প্রয়োজন পড়বে, বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যে আগামী ১৭ মে বিধিনিষেধে বড় ধরনের শৈথিল্যের কথা রয়েছে।

Share.