সোমবার, ডিসেম্বর ৩০

যুক্তরাষ্ট্রকে কঠোর পরিণতি ভোগের হুমকি তালেবানের

0

ডেস্ক রিপোর্ট:  আফগানিস্তানের আকাশসীমায় মার্কিন ড্রোনের প্রবেশ বন্ধ না করলে যুক্তরাষ্ট্রকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছে তালেবান। বুধবার তালেবান এই হুশিয়ারি দেয় বলে একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। খুদে ব্লগিং সাইট টুইটারে তালেবান এক বিবৃতিতে জানিয়েছে,  আফগানিস্তানে ড্রোন বন্ধ না করে যুক্তরাষ্ট্র দোহায় দেওয়া প্রতিশ্রুতিসহ সব ধরনের আন্তর্জাতিক অধিকার ও আইন লঙ্ঘন করছে।  আমরা আন্তর্জাতিক অধিকার, আইন ও প্রতিশ্রুতির আলোকে আফগানিস্তানের সঙ্গে আচরণ করার জন্য বিশ্বের সব দেশ বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি।  যেকোনো নেতিবাচক পরিণতি বন্ধের জন্যই এই আহ্বান জানানো হচ্ছে।যদিও তালেবানের এই বিবৃতির ব্যাপারে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপমন্ত্রী এবং তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক টুইটার বার্তায় অভিযোগ করেন, গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি ড্রোন আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে।মুজাহিদ বলেন, যে কোনো দেশের বৈধ কর্তৃপক্ষ ওই দেশের জল, স্থল ও আকাশসীমার মালিক। বর্তমানে আফগানিস্তানের ক্ষমতার নিয়ন্ত্রণকারী হিসেবে তালেবান সে দেশের সর্বময় ক্ষমতার অধিকারী। তাই আফগানিস্তানের সীমানায় কাজ করতে গেলে তালেবানের সঙ্গে আলোচনা করতে হবে।আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার পর ১৫ আগস্ট দ্বিতীয় দফায় দেশটির ক্ষমতা দখল করে তালেবান।তালেবান ক্ষমতা দখলের পর কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলায় মার্কিন নাগরিকসহ শতাধিক মানুষ নিহত হন। জঙ্গি গোষ্ঠী আইএস-কে ওই হামলার দায় স্বীকার করেছিল। আইএস-কে দমনে আফগানিস্তানে ড্রোন হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। যদিও আফগানিস্তানে আল-কায়েদা কিংবা আইএস-কে সক্রিয় নয় বলে দাবি করে আসছে তালেবান। 

Share.