ডেস্ক রিপোর্ট: মার্কিন শীর্ষ সংক্রামক বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি বলেছেন, যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ মহামারীর বর্তমান অবস্থা ‘সত্যিকার অর্থে ভালো না’। বর্তমানে তা এমন মারাত্মক অবস্থায় রয়েছে যে যার তাৎক্ষণিক সমাধান দরকার।বার্তা সংস্থা রয়টার্সের খবরে এমন তথ্য পাওয়া গেছে। করোনাভাইরাস সংক্রমণের প্রথম ধারায় যুক্তরাষ্ট্র গভীর সংকটের মধ্যে রয়েছে। পরিকল্পনা অনুসারে আক্রান্তের সংখ্যা কমাতে পারেনি।যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের প্রধান ডা. ফাউসি বলেন, করোনা সংক্রমণ এখন এমন মারাত্মক পর্যায়ে রয়েছে যে আমাদের দ্রুত এই অবস্থার সমাধান টানতে হবে।ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের পরিচালক ফ্রান্সিস কলিনসের সঙ্গে এক অনলাইন সাক্ষাৎকারে তিনি এমন তথ্য দেন।একটি ফলপ্রসূ টিকার অপেক্ষায় থাকার কথা জানিয়ে তিনি বলেন, বিভিন্ন কোম্পানি এই টিকা আবিষ্কারের চেষ্টা করছে। যা ভালোভাবে কাজ করলে কয়েক বছর পর্যন্ত সুরক্ষা দিতে পারবে।‘কিন্তু হামের টিকা যেভাবে সুরক্ষা দিয়েছে, এই টিকা সেভাবে অনির্দিষ্টকালের জন্য প্রতিষেধক হিসেবে কাজ করবে না।’
যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি ‘সত্যিকার অর্থে ভালো না’: ফাউসি
0
Share.