ডেস্ক রিপোর্ট: মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট এবং টেক্সান শহরে পৃথক বন্দুক হামলার ঘটনায় ছয়জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যমগুলো। ডেট্রয়েট শহরের পুলিশ রবিবার জানিয়েছে, এক সন্দেহভাজন চারজনকে ‘এলোমেলোভাবে’ গুলি করে আহত করেছে। এদরে মধ্যে তিনজন নিহত হয়েছে। মিডওয়েস্টার্ন সিটির পুলিশ প্রধান জেমস হোয়াইট গণমাধ্যমকে জানান, নিহত দুই নারী ও এক পুরুষকে ভোরে শহরের চারপাশে পৃথক স্থানে একাধিক গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। চতুর্থ এক ব্যক্তি সন্দেহভাজনকে গাড়ির জানালায় উঁকি মারতে দেখে তাকে থামতে বলেন। পরে ওই ব্যক্তিকেও একবার গুলি করা হয়। রবিবার মার্কিন যুক্তরাষ্ট্রে মারাত্মক বন্দুক সহিংসতার এটিই একমাত্র গুলির ঘটনা নয়। দেশটির টেক্সান শহরের হিউস্টনের কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানেও তিনজনকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। গুলি করার আগে বন্দুকধারী তাদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল। হিউস্টন পুলিশ প্রধান ট্রয় ফিনার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এই সন্দেহভাজন দুর্ভাগ্যজনকভাবে এবং খুব খারাপভাবে বেশ কয়েকটি বাসস্থানে আগুন লাগিয়েছিল। আগুন দিয়ে সেই বাড়ির বাসিন্দাদের বাইরে আসার জন্য অপেক্ষা করেছিল এবং পরে তাদের ওপর গুলি চালায়।’ অগ্নিনির্বাপক কর্মীদেরও বন্দুকধারীর কাছ থেকে কভার নিতে হয়েছিল। পরে পুলিশ এসে ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করে। এদিকে, রাজধানী ওয়াশিংটনে এক এনএফএল ফুটবল খেলোয়াড়কে গুলি করা হয়েছে। তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে। ব্রায়ান রবিনসন জুনিয়র ওয়াশিংটন কমান্ডারদের সঙ্গে পিছিয়ে থাকা সম্ভাব্য গাড়ি জ্যাকিংয়ের সময় দুবার গুলি করা হয়েছিল। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে তার আঘাত প্রাণঘাতি নয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট এবং টেক্সান শহরে পৃথক বন্দুক হামলায় নিহত-৬
0
Share.