বুধবার, জানুয়ারী ২২

যুক্তরাষ্ট্রের নাগরিকদের ইউক্রেন ছাড়ার নির্দেশ

0

ডেস্ক রিপোর্ট:  ইউক্রেনে যেকোনো সময় রুশ হামলার আশক্সক্ষায় অবিলম্বে ইউক্রেনে অবস্থানরত মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ‘ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার ক্রমবর্ধনমান হুমকির’ কারণে ওয়াশিংটন এই নির্দেশনা জারি করে। যুক্তরাষ্ট্রের নাগরিকদের উদ্দেশ্যে পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানায়, ‘রাশিয়ার হামলার ক্রমবর্ধনমান হুমকি এবং করোনা মহামারির কারণে ইউক্রেনে এখন কেউ ভ্রমণ করবেন না। আর যারা এখন ইউক্রেনে অবস্থান করছেন তাদের অবিলম্বে বাণিজ্যিক বা ব্যক্তিগত উপায়ে দেশটি ত্যাগ করা উচিত।’ এ ছাড়া, যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজের সঙ্গেও এক সাক্ষাৎকারে নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্ভাব্য হামলা সম্পর্কে বাইডেন বলেন, ‘মার্কিন নাগরিকদের এখনই ইউক্রেন ত্যাগ করা উচিত। আমরা বিশ্বের অন্যতম বৃহৎ একটি সামরিক বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে আছি। এটি পুরোপুরি আলাদা একটি ব্যাপার এবং পরিস্থিতি দ্রুত খারাপ হতে পারে।’ এর আগে গত জানুয়ারি মাসে ইউক্রেনে অবস্থিত মার্কিন দূতাবাসে নিযুক্ত কর্মীদের পরিবারের সদস্যদের দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেসময় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানিয়েছিল, রাশিয়া ইউক্রেনে বড় ধরনের সামরিক অভিযানের পরিকল্পনা করছে বলে তথ্য রয়েছে। ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতি ‘অনিশ্চিত এবং পূর্বানুুমানযোগ্য’ নয়। আর এ কারণে নিরাপত্তা পরিস্থিতি যেকোনো সময় খারাপ হতে পারে। ইউক্রেন সীমান্তে রাশিয়ার প্রায় এক লাখের বেশি সেনা মোতায়েন রয়েছে। সম্প্রতি, প্রতিবেশী বেলারুশের সঙ্গে সীমান্তে সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। ফলে, সেখানে যেকোনো সময় যুদ্ধ শুরুর শঙ্কা প্রকাশ করছে বিশ্লেষকরা

Share.