বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানি কুদস বাহিনীর প্রধান জেনারেল নিহত

0

ডেস্ক রিপোর্ট: ইরাকের বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালিযেছে যুক্তরাষ্ট্র। এতে ইরানের কুদস বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলেইমানি নিহত হয়েছেন। শুক্রবার ভোরে এ হামলা চালানো হয়। এতে ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসও নিহত হয়েছেন। বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের এই হামলায় জেনারেল সোলেইমানিসহ আরও ৬ জন নিহত হন। ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া গ্রুপগুলোর সমন্বিত সংগঠন ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) মুখপাত্র আহমেদ আল-আসাদি জেনারেল সোলেইমানির নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে।

Share.