যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি বাতিল করলো ফিলিপাইন

0

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই দশক স্থায়ী একটি প্রতিরক্ষা চুক্তি বাতিল করে দিয়েছে ফিলিপাইন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভিজিটিং ফোর্স অ্যাগ্রিমেন্ট (ভিজিএফ) নামের এই চুক্তি বাতিলে সায় দেন প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে। ম্যানিলার এই সিদ্ধান্ত মার্কিন দূতাবাসকে সেদিনই জানিয়ে দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, চুক্তি অনুযায়ী কোনও পক্ষ এটি বহাল রাখতে অসম্মত হলে ১৮০ দিনের মধ্যে তা বাতিল হয়ে যাবে। বেশ কিছু ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিরোধে জড়িয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে। তার মুখপাত্র সালভাদর পানেলো বলেছেন, অন্য দেশের সঙ্গে আরও বেশি স্বাধীন সিদ্ধান্ত নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট। আল জাজিজার খবরে বলা হয়েছে, সম্প্রতি দুয়ার্তের প্রাণঘাতী মাদকবিরোধী যুদ্ধে নেতৃত্ব দেওয়া এক পুলিশ কর্মকর্তার ভিসা আটকে দেয় যুক্তরাষ্ট্র। এরপরই প্রতিরক্ষা চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন ফিলিপাইন প্রেসিডেন্ট। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার ফিলিপাইনের সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যখন চীনকে আন্তর্জাতিক আইন মেনে চলতে বাধ্য করার চেষ্টা করছে তখন ফিলিপাইনের এই সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক’।

Share.