যুক্তরাষ্ট্রের সঙ্গে সীমান্ত এখনই খুলছে না কানাডা

0

ডেস্ক রিপোর্ট:  কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের সীমান্ত এখনই না খোলার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রডো। যদিও দেশটির বেশিরভাগ জায়গায় করোনার সংক্রমণ কিছুটা কমেছে। সীমান্তের উভয় প্রান্তে টিকাদান বৃদ্ধি পাওয়ায় পুনরায় এটি খোলার দাবি উঠেছে। হোয়াইট হাউস গত সপ্তাহে বলেছে, কানাডার সীমান্ত পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে দেশটির ব্যবসায়িক দল ও আইনপ্রণেতারা সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন।কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, অনেক লোক সীমান্ত পুনরায় খুলতে আগ্রহী। কিন্তু স্বাস্থ্য সুরক্ষা ও করোনার বিধিনিষেধ সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।অটোয়ায় এক সংবাদ সম্মেলনে তিনি সোমবার এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমরা সঠিক পথে আছি, তবে আমরা কানাডার মানুষের কথা সবার আগে চিন্তা করে পরে সিদ্ধিন্ত নেব।’প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর এ সিদ্ধান্তকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। উল্লেখ, গত বছরের মার্চ মাস থেকে কানাডায় করোনাভাইরাস শনাক্তের পর থেকেই দেশটির নাগরিকদের সুস্বাস্থ্য এবং অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল রাখতে কানাডা সরকারের উদ্যোগ সারাবিশ্বে প্রশংসিত হয়েছে।

Share.