মঙ্গলবার, ডিসেম্বর ২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে ৩.৫ বিলিয়ন ডলারের সামরিক চুক্তি ভারতের

0

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব শিগগিরই দুইটি সামরিক চুক্তিতে স্বাক্ষর করবে ভারত। ফেব্রুয়ারি মাসেই ভারত সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আগেই আমেরিকার সঙ্গে ৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের দুইটি বডসড় সামরিক চুক্তির বিষয় চূড়ান্ত করেছে দেশটি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৯৮৩৯ কোটি টাকা। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে ৩০টি ‘হেভি ডিউটি সশস্ত্র হেলিকপ্টার’ পাবে ভারতীয় বিমান বাহিনী। চুক্তি কার্যকর হলে ২০০৭ থেকে আমেরিকার সঙ্গে ভারতের সামরিক চুক্তির মূল্য ২০ বিলিয়ন মার্কিন ডলারের সীমা ছাড়িয়ে যাবে। এর মধ্যে ২ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারের ২৪টি এমএইচ-৬০ রোমিয়ো মাল্টি মিশন হেলিকপ্টার এবং ৯৩০ মিলিয়ন মার্কিন ডলারের ছয়টি এএইচ-৬৪ই অ্যাপাচে অ্যাটাক চপার চুক্তিতে আগামী সপ্তাহেই অনুমোদন দিতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি সই হওয়ার আগে ইনস্টলমেন্টের ১৫ শতাংশ দেবে ভারত। চুক্তির পর আগামী দুই বছরের মধ্যে প্রথম লটের চপারগুলোকে ভারতের হাতে তুলে দেওয়া হবে।

Share.