যুক্তরাষ্ট্রের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামীর জেল-জরিমানা

0

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসিকে লঘু অপরাধে পাঁচ দিনের জেল ও ৬ হাজার ৮০০ মার্কিন ডলার জরিমানা করেছে দেশটির একটি আদালত। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে পল পেলোসিকে জেলে থাকতে হবে না। কারণ ইতিমধ্যে তিনি জেল খেটেছেন। জেলে ভালো ব্যবহারের জন্য তার দুই দিনের কারাবাস মওকুফ করে দিয়েছেন বিচারক। আদালতের রায়ের পর পলকে আগামী তিন মাসের জন্য মদ খেয়ে গাড়ি না চালানো সংক্রান্ত ক্লাতে যেতে হবে। তার গাড়িতে ইগনিশন ইন্টারলক সিস্টেম লাগাতে হবে। এই যন্ত্র লাগালে গাড়ির ইঞ্জিন চালুর আগে তাকে মদ না খাওয়ার পরীক্ষা দিতে হবে। যদি তিনি মদ খান, তাহলে গাড়ি চালু হবে না। এছাড়া, আগামী তিন বছর পর্যন্ত একজন কর্মকর্তা সর্বদা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখবেন। গত মে মাসে ক্যালিফোর্নিয়ায় মদ্যপ অবস্থায় একটি জিপকে ধাক্কা মারেন। জিপের চালকের হাত, ঘাড় ও গলায় আঘাত পান। পরে ২৮ মে পুলিশ পল পেলোসিকে গ্রেপ্তার করেন। ডাক্তারি পরীক্ষায় পলের রক্তে দশমিক শূন্য আট দুই শতাংশ অ্যালকোহল পাওয়া যায়। যা নির্দিষ্ট সীমার থেকে সামান্য বেশি।

Share.