যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে দাবানলে মৃত্যু- ৮৯

0

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে দাবানলে মৃতের সংখ্যা ৮৯ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ। দাবানলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান গভর্নর জোশ গ্রিন। শনিবার হাওয়াই দ্বীপের ধ্বংসাবশেষ দেখার পর গভর্নর জোস গ্রীন জানান, হাওয়াইয়ে এই দাবানল মার্কিন ইতিহাসের এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে মারাত্মক ও ভয়াবহ দাবানল। মাউই কাউন্টির পুলিশ প্রধান জন পেলেটিয়ার বলেছেন, মৃতদেহ শনাক্ত করার জন্য প্রশিক্ষিত কুকুরগুলো অনুসন্ধান এলাকার মাত্র ৩% কভার করেছে। বলেন, ‘আমাদের মধ্যে কেউই এখনও মোট মৃত্যুর সংখ্যা কতজন হবে তা জানি না। দাবানলে পুড়ে যাওয়া এলাকাটি প্রায় ৫ বর্গ মাইল বিস্তৃত। মঙ্গলবার রাত থেকে শুরু হয় এই দাবানল। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে সৃষ্ট একটি ঘূর্ণিঝড়ের কারণে প্রবল বাতাসে মাউই কাউন্টির দাবানল অনেক বেড়ে গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Share.