ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে ১০ লাখের বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। বার্ত সংস্থা রয়টার্স তাদের নিকট থাকা তথ্যের ভিত্তিতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সংখ্যার বিচারে ১০ লাখ মানুষের মৃত্যুর অর্থ হচ্ছে প্রতি ৩২৭ জন নাগরিকদের মধ্যে একজনের মৃত্যুর কারণ করোনাভাইরাস। আর মোট সংখ্যায় দেশটির স্যান ফ্রান্সিসকো বা সিয়াটলের মোট জনসংখ্যার চেয়ে বেশি। ২০২০ সালের জুনে করোনায় মৃত্যুর মোট সংখ্যা প্রথম বিশ্বযুদ্ধে নিহত যুক্তরাষ্ট্রের সামরিক সদস্য সংখ্যা ছাড়িয়ে যায়। সেসময় ৪ লাখ ৫ হাজার মানুষের করোনাভাইরাসে প্রাণহানি হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, করোনাভাইরাসে এখনও পর্যন্ত ৬৭ লাখ মানুষের মৃত্যু হয়েছে।