মঙ্গলবার, ডিসেম্বর ২৪

যুক্তরাষ্ট্রে কুরআন ছুঁয়ে পুলিশ প্রধানের শপথ

0

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের পেটারসন শহরের পুলিশ প্রধান হিসেবে শপথ নিয়েছেন ইব্রাহিম বেকুরা। মার্কিন মুলুকে সাধারণত বাইবেল ছুঁয়ে শপথের প্রচলন থাকলেও তুর্কি বংশোদ্ভূত এই মুসলিম পবিত্র কুরআন ছুঁয়ে শপথ নিয়েছেন। এতে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। গোটা বিশ্বের মুসলমানদের প্রশংসায় ভাসছেন ইব্রাহিম। ৬০ বছর বয়সী এই পুলিশ কর্মকর্তা প্রায় ৩০ বছর ধরে আমেরিকার পুলিশ বিভাগে চাকরি করছেন। পেটারসন শহরের পুলিশ প্রধান পদে তার শপথানুষ্ঠানে অঙ্গরাজ্যের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নিউজার্সির পেটারসন শহরের মেয়র জানান, আমেরিকার ইতিহাসে এই প্রথম তুর্কি বংশোদ্ভূত কোনো ব্যক্তি এই পদে নিয়োগ পেলেন। কুরআন ছুঁয়ে শপথ নেয়ায় পেটারসন শহরের একটি মসজিদের ইমামও এই পুলিশ কর্মকর্তার প্রশংসা করেছেন। ইব্রাহিম বেকুরা ছোটবেলায় পরিবারের সঙ্গে পেটারসন শহরে বসবাস শুরু করেন। সেখান থেকেই পড়াশোনা শেষে চাকরিতে যোগ দেন। এখন তিনি সেই শহরের প্রধান পুলিশ কর্তা। এর আগেও বিভিন্ন সময় অনেক মার্কিন মুসলিম কর্মকর্তা কুরআন ছুঁয়ে শপথ নিয়েছেন। গত বছর পবিত্র কুরআনে হাত রেখে যুক্তরাষ্ট্রের ১১৬তম কংগ্রেসের নিম্নকক্ষের (প্রতিনিধি পরিষদ) সদস্য হিসেবে শপথ নেন রাশিদা তালিব ও ইলহান ওমর। তারা মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে প্রথমবারের মতো নির্বাচিত মুসলিম নারী।

Share.