ডেস্ক রিপোর্ট: মার্কিন যুক্তরাষ্ট্রের কলারাডো অঙ্গরাজ্যে একটি মুদি দোকানে এক বন্দুকধারীর হামলায় পুলিশসহ ১০ জন নিহত হয়েছে। পুলিশ গণমাধ্যমকে জানায়, প্রায় এক ঘণ্টা ধরে পুরো এলাকা স্থবির করে রেখে এই গোলাগুলি চালায় ওই বন্দুকধারী। পুলিশের মুখোমুখি হওয়ার এক ঘণ্টা পর উদোম গায়ে থাকা ওই হামলাকারীকে গ্রেফতার করা হয়।প্রত্যক্ষদর্শীরা গোলাগুলির ঘটনা সরাসরি ইউটিউবে স্ট্রিম করেন। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং বন্দুকাধারীর পরিচয় এখনও নিশ্চিত করেনি পুলিশ।এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি জানি না ওখানে কি হচ্ছিল। আমি গোলাগুলির শব্দ শুনতে পাই। এরপর দেখি এক বন্দুকধারী লোকজনের ওপর গুলি চালাচ্ছে।স্থানীয় সময় সোমবার দুপুর আড়াইটার দিকে কিং সপার্স মার্কেট নামে ওই মুদি দোকানে ঢুকেই হামলা চালায় ওই বন্দুকধারী। এ প্রায় ২০ মিনিট পর বোল্ডার পুলিশ এক ট্যুইট বার্তায় গোলাগুলির ঘটনা জানিয়ে স্থানীয়দের সতর্ক করে। এর দু’ঘণ্টা পর আরেক ট্যুইটবার্তায় পুলিশ ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেয়। এছাড়া ঘটনাস্থলের কোনোরকম দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করতে নিষেধ করে।কলোরাডো অ্যাটর্নি জেনারেল ফিল ওয়েইসার এক বিবৃতিতে সোমবারের ওই হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমি গভীরভাবে আহত এবং ক্ষুব্ধ।
যুক্তরাষ্ট্রে মুদি দোকানে ঢুকে গুলি, পুলিশসহ নিহত ১০
0
Share.