যুক্তরাষ্ট্রে স্কুলের ফুটবল খেলায় গুলি, আহত-৩

0

ডেস্ক রিপোর্ট: মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যে হুইটমার হাই স্কুল এবং সেন্ট্রাল ক্যাথলিক হাই স্কুলের মধ্যকার ফুটবল খেলার সময় গুলির ঘটনা ঘটে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়, যার মধ্যে দুইজন প্রাপ্তবয়স্ক এবং একজন কিশোর ছিল বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন। টলেডো পুলিশ বিভাগ ৮ অক্টোবর এক বিবৃতিতে বলেছে, ‘আনুমানিক রাত ৯:৩২ মিনিটে খেলার মাঠে দায়িত্বরত একজন টলেডো পুলিশ অফিসার লুকাস কাউন্টি ডিসপ্যাচকে জানান হুইটমার মেমোরিয়াল স্টেডিয়ামে গুলি চালানো হচ্ছে।’ গুলি চালানোর পরে ওই পুলিশ সদস্যটি অংশগ্রহণকারীদের সরিয়ে নেন এবং আহতদের খুঁজে বের করেন। পুলিশরা ফুটবল মাঠের সাজঘরের কাছে আহত তিনকে খুঁজে পান। জরুরি সেবা প্রদানকারীরা এসে ক্ষতিগ্রস্থদের প্রাথমিক চিকিত্সা দিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। জায়গাটিতে নিরাপত্তা নিশ্চিত করার পর লোকেদের নিরাপদে বের করা হয়। তবে ঘটনার সঙ্গে জড়িত কোনো সন্দেহভাজনকে এখনো পর্যন্ত পুলিশের হেফাজতে নেওয়া হয়নি বলে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে ধরিয়ে দিতে পারলে নগদ ৫ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে স্থানীয় পুলিশ।

Share.