যুক্তরাষ্ট্রে স্ত্রীকে হত্যা করে বাংলাদেশির আত্মহত্যা

0

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার লভেন শহরে রোববার সকালে এক বাংলাদেশি দম্পতির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে স্থানীয় ফনিক্স পুলিশ বিভাগ। পুলিশ জানিয়েছে, পারিবারিক কহলের কারণে স্ত্রীর হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন।পুলিশ বলছে, ৪৩ বছর বয়সী সৈয়দা সোহেলি আক্তার নামের ওই নারী তার স্বামী আবুল আহসান হাবিবের (৫২) সঙ্গে বাদানুবাদের পর ‍পুলিশকে কল দেয়। কিন্তুর ঝগড়ার এক পর্যায়ে হাবিব বাড়ি থেকে বের হয়ে যায়। এর কিছুক্ষণ পর স্থানীয় সময় সকাল ৯টা ২৬ মিনিটে ওই দম্পতির বাড়ি পৌঁছায় পুলিশ। সেখানে গিয়ে সোহেলি ও তার ছেলের সঙ্গে কথা বলে পুলিশ। এসময় তারা সোহেলি ও তার ছেলেকে জানায় কিভাবে সুরক্ষার আদেশ নিতে হবে। এর ১০-১৫ মিনিট পর পুলিশ সেখান থেকে চলে আসে। পুলিশ চলে যাওয়ার পর হাবিব আবার বাড়ি ফিরে আসে। ৯টা ৫১ মিনিটে সোহেলি আবারও পুলিশকে কল দেয়। পুলিশের সঙ্গে কথা বলা অবস্থায়ই গুলির শব্দ শুনতে পায় পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে স্বামী ও স্ত্রীর মরদেহ দেখতে পায় তারা। পুলিশ জানিয়েছে, তারা ঘটনাস্থল থেকে একটি বন্দুক উদ্ধার করেছে। কর্মকর্তারা বলছেন, তাদের বিশ্বাস ওই দম্পতির ছেলে পাঁচ মিনিটের জন্য বাইরে যাওয়ার পর হাবিব বাড়িতে প্রবেশ করে। তখন সোহেলি গুলি করে হাবিব এবং পরে তিনি আত্মহত্যা করেন। ‍পুলিশ জানিয়েছে, তারা এ ঘটনার তদন্ত করছে।

Share.