সোমবার, ডিসেম্বর ২৩

যুক্তরাষ্ট্রে স্ত্রীসহ ৩ সন্তানকে হত্যার পর আত্মহত্যা

0

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগো শহরে স্ত্রীসহ তিন সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, শনিবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সান ডিয়েগোতে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্যারাডাইস হিলস থেকে ফোনকল পেয়ে সেখানে ছুটে যায় পুলিশ। শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ একটি বাড়িতে তিন বছর বয়সী এক শিশু এবং তার মা ও বাবার মরদেহ উদ্ধার করে। এছাড়া আরও তিন শিশুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। এদের বয়স যথাক্রমে ৫, ৯ এবং ১১ বছর। সান ডিয়েগো শহরের পুলিশ প্রধান ডেভিড নিসলেইট এক সংবাদ সম্মেলনে বলেন, ওই শিশুদের হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও দু’জনের মৃত্যু হয়। অপর একজন এখনও চিকিৎসাধীন রয়েছে। শনিবার সকালে ওই দম্পতির মধ্যে ঝগড়া শুরু হয় এবং এক পর্যায়ে পরিবারের সবাইকে গুলি করে আত্মঘাতী হন ওই ব্যক্তি। এই ঘটনা তদন্ত করছে পুলিশ। এই ঘটনায় হতাহতদের নাম প্রকাশ করা হয়নি।

Share.