যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীনসহ ৫ দেশের দূতাবাস অভিমুখে পদযাত্রা

0

ঢাকা অফিস: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস অভিমুখে পদযাত্রা শুরু করেছে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ। দূতাবাসগুলোতে গিয়ে তারা সংশ্লিষ্টদের হাতে দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি দেবে। তাদের দাবি- ফিলিস্তিনে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব ও হত্যাযজ্ঞ বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে।আজ শুক্রবার (২১ মে) দুপুর ২টার পর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশাল সমাবেশ শুরু করে তারা। এরপর ৩টার দিকে তারা এই ৫ দেশের দূতাবাসের দিকে যাত্রা শুরু করে। বায়তুল মোকাররম হয়ে তারা দূতাবাসগুলোয় যাবেন বলে জানিয়েছেন সংগঠকরা। তাদের এই পদযাত্রায় কয়েক’শ লোক অংশ নিয়েছেন। এদের মধ্যে অনেকে চট্টগ্রাম থেকেও এসে অংশ নিয়েছেন।সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ সরকার অনুমতি দিলে ফিলিস্তিনকে রক্ষা করতে এবং ইসরায়েলকে ধ্বংস করতে ফিলিস্তিনের উদ্দেশ্য রওনা দেবেন তারা।যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও ফ্রান্সের দূতাবাসে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ যে ৫ দাবি তুলে ধরবে সেগুলো হলো হলো- ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলায় জাতিসংঘকে নিন্দা প্রস্তাব পাস করতে হবে। ফিলিস্তিনে মানবাধিকার ভঙ্গ ও যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখি করতে হবে। জাতিসংঘে ইসরায়েলের সদস্যপদ বাতিল করতে হবে এবং ফিলিস্তিনে হত্যা, নির্যাতন বন্ধে ব্যবস্থা নিতে হবে।

Share.