বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

যুদ্ধের পথে আমেরিকা ও ইরান, উদ্বিগ্ন ভারত

0

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় শুক্রবার ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী সেনা অধিনায়ক কাসেম সোলেইমানিকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে সমগ্র মধ্যপ্রাচ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় টু্ইট করে যুক্তরাষ্ট্রের উপর প্রতিশোধ নেওয়ার হুমকিও দিয়েছেন। বর্তমান পরিস্থিতি যুদ্ধের পথে নিয়ে যাচ্ছে আমেরিকা ও ইরানকে। সেটার উপর নজর রাখছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে দুপক্ষকেই শান্তি বজায় রাখার জন্য অনুরোধ করা হয়েছে। আমেরিকা ও ইরান যুদ্ধে জড়িয়ে পড়লে ভারতসহ আরও বহু দেশের অর্থনীতির উপর এর প্রভাব গিয়ে পড়বে। ভারত বলছে, ‘আমরা লক্ষ করছি, যুক্তরাষ্ট্রের আক্রমণে ইরানের এক শীর্ষস্থানীয় সামরিক নেতা নিহত হয়েছেন। এর ফলে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে সেটা নিয়ে সারা বিশ্ব উদ্বিগ্ন হয়ে উঠেছে। উদ্বিগ্ন ভারতও। শান্তি, স্থিতিশীলতা ও ওই এলাকার নিরাপত্তা নিয়ে আমরা সবচেয়ে বেশি চিন্তায় আছি। পরিস্থিতি যেন হাতের বাইরে না যায়। বিবদমান সব পক্ষকে আমরা সংযত হওয়ার জন্য আবেদন জানাচ্ছি। ভারতের উদ্বেগের আসল কারণ অবশ্য তেল। শুক্রবারের হামলার ঘটনা কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে, সেটায় ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে গেছে। ভারতের প্রয়োজনীয় তেলের ৮৩ শতাংশই আমদানিকৃত তেল। এমনিতেই গত বছর তেলের দাম প্রায় ৩৫ শতাংশ বৃদ্ধি পায়। এরপর নতুন করে তেলের দাম বৃদ্ধি ভিন্ন সমস্যা তৈরি করবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞমহল। তাদের মতে, কাঁচা তেলের দাম বৃদ্ধির প্রভাব সরাসরি ভারতের উপরেই পড়বে। যার ফলস্বরূপ প্রথমে পেট্রল, ডিজেলের দাম বাড়বে। এতে করে পরিবহনের খরচ বেড়ে যাবে এবং মূল্যবৃদ্ধির সমস্যা আরও প্রকট হয়ে উঠবে।

Share.