রবিবার, নভেম্বর ২৪

যেভাবেই হোক ভোটকে সুষ্ঠু করার দায়িত্ব ডিসি-এসপিসহ মাঠ প্রশাসনের: সিইসি

0

ঢাকা অফিস: প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বিভিন্ন দেশ এবং সংস্থা বাংলাদেশের নির্বাচন দেখতে আগ্রহী। নির্বাচনে স্বচ্ছতা সৃষ্টি করতে পারলে অপপ্রচার ঢাকা পড়ে যাবে। কমিশন একা সুশৃঙ্খল নির্বাচন করতে পারবে না। মাঠ পর্যায়ের কর্মকর্তারা পারবেন। শুক্রবার (১০ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ডিসি-এসপিদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। ওসি-ডিসি-এসপিদের ক্ষমতা দিয়ে নয়, দায়িত্ববোধ দিয়ে নির্বাচনকে অনুধাবন করার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। তবে দায়িত্ব পালন করতে গিয়ে প্রয়োজন হলে ক্ষমতা প্রয়োগ করার কথাও বলেন তিনি। সিইসি বলেন, যেভাবেই হোক ভোটকে সুষ্ঠু করার দায়িত্ব ডিসি-এসপিসহ মাঠ প্রশাসনের। ভোট প্রয়োগের স্বাধীনতা যেন ব্যাহত না হয়, সে বিষয়ে ডিসি-এসপিদের সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।

Share.