বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

যেভাবে মি’সাইল দিয়ে ধ্বং’স করা হলো ই’সরায়েলি সেনাবাহিনীর বাস

0

ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেড ইসরায়েলের সেনাবাহিনীর একটি বাসে ট্যাংক বিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে।স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ মে) সকালে দখলীকৃত জাকিইম শহরে সেনাভর্তি একটি বাসে ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়।যদিও ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, ওই বাসটি খালি ছিল এবং পাশে দাঁড়িয়ে থাকা একজন সেনা সামান্য আহত হয়েছে।তবে, ভিডিওতে দেখা যায়- আল কাসসাম ব্রিগেডের মর্টারের গোলা সেনাবাহী চলন্ত বাসে আঘাত করার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এতে ধারণা করা হয় যে, বহু সেনা হতাহত হয়েছে।

Share.