যে অ্যাপ মানুষের ক্ষতি করেছে তা চীনের হোক বা ভারতের, সেটা বন্ধ হওয়াই কাম্য:মিমি

0

বিনোদন ডেস্ক: ইউটিউবে নিজের নামে চ্যানেল খুলেছি। আমি একজন পারফর্মার। আমার কাছে সব প্ল্যাটফর্মই সমান। তাই মাঝে মাঝে টিকটকে ভিডিও পোস্ট করতাম। দেশের জন্য কাল যদি আরও চারটি অ্যাপ বন্ধ হয় তাতেও আমার কোনো অসুবিধা নেই। কথাগুলো ভারতীয় একটি গণমাধ্যমে বলেছেন নায়িকা ও সাংসদ মিমি চক্রবর্তী।টিকটক চ্যালেঞ্জে অংশ নিতে গিয়ে অনেকের প্রাণহানি হয়েছে। তা জানিয়ে মিমি চক্রবর্তী বলেন—যে অ্যাপ মানুষের ক্ষতি করেছে তা চীনের হোক বা ভারতের, সেটা বন্ধ হওয়াই কাম্য। উল্লেখ্য, ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় গেল ২৯ জুন প্রজ্ঞাপন জারি করে টিকটক সহ কমপক্ষে ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে। দেশটির মোবাইল এবং ইন্টারনেট ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার লক্ষ্যেই এই পদক্ষেপ নেয়া হয়েছে। ভারতের শোবিজ অঙ্গনের অনেক তারকা টিকটিক অ্যাপে সক্রিয়। অনেকে এখান থেকে মোটা অঙ্কের অর্থও আয় করে থাকেন।

Share.