বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ,স্বামী পলাতক

0

ঢাকা অফিস: বাবার বাড়ি থেকে যৌতুক আনতে রাজি না হওয়ায় নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। দুই সন্তানের জননী ওই গৃহবধূর নাম রুমি আক্তার (২৫)। বুধবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় বিকালে স্বামীর বাড়িতে তাকে হত্যা করা হয়। ঘটনার পর থেকে স্বামী মহিন পলাতক রয়েছে। রুমি আক্তার সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের আলী আহমদের মেয়ে এবং  মহিন বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর গ্রামের কালা মিয়ার ছেলে। নিহত গৃহবধূর বাবা আলী আহমদ জানান, মহিনের সঙ্গে আট বছর আগে রুমির বিয়ে হয়। তাদের সংসারে দুটি শিশু সন্তান রয়েছে। বিয়ের পর থেকে মহিন যৌতুক চেয়ে রুমিকে প্রায়ই মারধর করতো। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের সংসারে পারিবারিক অশান্তি চলে আসছিল। আলী আহমদ দাবি করেন, বুধবার বাংলাদেশ সময় বিকালে মহিন রুমিকে মারধর শেষে শ্বাসরোধ করে হত্যার পর বিছানার পেরে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। রুমির বাবা বলেন, ‘খবর পেয়ে আমরা সোনাইমুড়ী থেকে নরোত্তমপুরে ছুটে যাই। এসময় নরোত্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও ঘটনাস্থলে আসেন।’ ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ বাচ্চু বলেন, ‘নিহত গৃহবধূর বাবার দাবি- তার মেয়েকে যৌতুকের জন্য হত্যা করা হয়েছে। আর শ্বশুর বাড়ির লোকজনের দাবি- রুমি আত্মহত্যা করেছে। ঘটনার সত্যতা পুলিশি তদন্তে বেরিয়ে আসবে।’বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুন অর রশিদ জানান, নিহতের বাবার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পুলিশ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

Share.