বাংলাদেশ থেকে রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী সদর উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্রসহ আরিয়ান হাফিজ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনীর সদস্যরা। আজ শনিবার (১৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার সূর্য নগর এলাকা তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরিয়ান হাফিজ সদর উপজেলার দয়াল নগর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সূর্য নগর এলাকা যৌথ বাহিনী ও রাজবাড়ী থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন। এসময় আরিয়ান হাফিজ নামে এক যুবককে আটক করা হয়। আটককৃত যুবকের বাড়িতে তল্লাশি করে বসত ঘরের মধ্যে থেকে একটি বিদেশি চাইনিজ পিস্তল, একটি ওয়ান শুটার গান, তাজা বুলেট ৪ রাউন্ড, একটি ম্যাগজিন ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান জানান, যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুইটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড তাজা বুলেট, একটি ম্যাগজিন ও একটি মোবাইল ফোনসহ আরিয়ান হাফিজ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।