যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে ৩৮৩ জন গ্রেপ্তার, মাদকসহ নানা অবৈধ সামগ্রী উদ্ধার

0

ঢাকা অফিস:ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে ৩৮৩ জন অপরাধী গ্রেপ্তার হয়েছে। অভিযানের সময় অস্ত্র, বোমা, গুলি ও মাদকসহ নানা ধরনের অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়েছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৬ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে অভিযান চালায়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তালিকাভুক্ত সন্ত্রাসী, চাঁদাবাজ, ডাকাত, ছিনতাইকারী, অপহরণকারী, কিশোর গ্যাং সদস্য ও মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে তিনটি পিস্তল, একটি রিভলভার, দুটি শুটার গান, গোলাবারুদ, ককটেল বোমা, দেশীয় অস্ত্র, জাতীয় পরিচয়পত্র, আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। তাঁদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।আইএসপিআর আরও জানায়, দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের সঙ্গে সেনাবাহিনী উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমে সহায়তা করেছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে তথ্য দিতে সাধারণ জনগণকে অনুরোধ করা হয়েছে।

Share.