শুক্রবার, জানুয়ারী ২৪

রক্ত বিক্রি বন্ধে কঠোর আইন করার দাবিতে মানববন্ধন

0

ঢাকা অফিস: “পাঁচ মিনিটে রক্তদান বদলে যাবেন সুপারম্যান ও জীবনকে ভালবাসুন মাদক থেকে দুরে থাকুন” শ্লোগানকে সামনে রেখে বরিশাল ব্লাড ডোনারস ক্লাব (বিবিডিসি)’র নবমবর্ষে পদাপর্ণ উপলক্ষে আনন্দ র‌্যালি, কেক কেটে বছর উৎসব পালন ও রক্ত বিক্রয় বন্ধে কঠোর আইন করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাংলাদেশ সময় বেলা ১১ টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোড ও বরিশাল সিটি কলেজ প্রাঙ্গনে ব্লাড ডোনারস ক্লাব বরিশাল শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করাসহ কেকে কেটে নবম বছর পদাপর্ণ উপলক্ষে উৎসব পালন করা হয়। সিটি কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আওলাদ খান, সম্পাদক আলিমুর রহমান বোরাক, সদস্য ইমরান হোসেন, নিয়ামুল ইসলাম রনি, রাফি বিশ্বাস প্রমুখ। পরে সিটি কলেজ প্রাঙ্গনে কেকে কেটে বর্ষপূতি পদাপর্ণ পালন করার পূর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন-জেলা প্রশাসক দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সুব্রত বিশ্বাস, ইউনিসেফ’র বিভাগীয় প্রধান এইচএম তৌফিক এলাহী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার বাহাউদ্দিন গোলাপ, ডেমোক্রোসি ইন্টারন্যাশনাল জেলা শাখার রিজিওনাল ম্যানেজার দিপু হাফিজুর রহমান, জার্মান নাগরিক তমাল হফার প্রমুখ। এর আগে সদররোডে স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনারর্স ক্লাবের সদস্যরা রক্ত বিক্রয় বন্ধে কঠোর আইন করার দাবী জানিয়ে মানববন্ধন করে। এরপূর্বে নেতৃবৃন্দরা নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে বিভিন্ন প্লাকার্ড বহন করে বর্ণাঢ্য র‌্যালি বের করেন।

Share.