রঙিন অন্তর্বাস পরে স্কুলে গিয়ে মন্তব্যের শিকার রাধিকা

0

বিনোদন ডেস্ক: বেশ কয়েক বছর আগের ঘটনা। বলিউডপাড়ার মডেল-অভিনেত্রী রাধিকা মদন তখন স্কুলে। শখ করে পরেছিলেন রঙিন অন্তর্বাস। আচমকাই একটি ছেলে তাঁর অন্তর্বাস নিয়ে খারাপ মন্তব্য করে। মন খারাপ হয়ে যায় রাধিকার। তাঁর মনে হয়েছিল ‘না জানি কী পাপ করে ফেলেছি আমি’! – খানিক অস্বস্তি নিয়ে বাড়ি ফিরে আসেন তিনি। এতটাই খারাপ লাগে যে সে দিনই ঠিক করেন ‘স্ট্র্যাপ ব্রা’ পরবেন না আর। পরা শুরু করেন ‘ন্যুড ব্রা’। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই খারাপ লাগা শেয়ার করে নিলেন রাধিকা। পাশাপাশি জানালেন, এখন তাঁর সঙ্গে একই ঘটনা ঘটলে ভালো করে বুঝিয়ে দিতেন, অন্তর্বাস পোশাকেরই অংশ। তা নিয়ে লজ্জা পাওয়ার কিছু নেই।

Share.