মঙ্গলবার, ফেব্রুয়ারী ২৫

রণবীরকে স্পর্শ করতে না পেরে বিমর্ষ আলিয়া!

0

বিনোদন ডেস্ক: করোনায় আক্রান্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। নিজেকে ঘরবন্দী রেখে চিকিৎসকের পরামর্শ মতো চলছেন তিনি। তবে এই সময়টাতে প্রিয় মানুষকে চোখে হারাচ্ছেন প্রেমিকা আলিয়া ভাট। রণবীরকে স্পর্শ করতে না পেরে বিমর্ষ হয়ে পড়েছেন এই অভিনেত্রী।নিজের সোশ্যাল হেন্ডেলে তাদের দু’জনের হাতের ছবি পোস্ট করে ক্যাপশনে ‘মেজর মিসিং’ লিখেছেন আলিয়া। রণবীরকে ছাড়া যে নায়িকার মন ভালো নেই তা এই পোস্টে স্পষ্ট বুঝা যায়। এদিকে প্রেমিকার এমন পোস্ট দেখে রণবীরেরও মন খারাপ হয়ে গেছে।প্রসঙ্গত,দীর্ঘদিন ধরেই রণবীর কাপুরের সঙ্গে আলিয়ার লিভ ইন সম্পর্কের কথা শোনা যায়। রণবীর করোনায় আক্রান্ত হলেও আলিয়া এখনও আক্রান্ত হননি বলেই জানা যায়। এদিকে কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন নায়কের মা নীতু কাপুর। বর্তমানে তিনি সুস্থ আছেন।

Share.