বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

রফিকুল ইসলাম মাদানীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত

0

ঢাকা অফিস: উস্কানিমূলক ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে র্যাবের হাতে আটক শিশুবক্তাখ্যাত রফিকুল ইসলাম মাদানীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে রফিকুল ইসলাম মাদানীকে গাজীপুর আদালতে তোলা হয়। এ সময় তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শরিফুল ইসলাম। গাজীপুর মহানগর পুলিশের সহকারী উপপুলিশ কমিশনার (দক্ষিণ) জানান, আটকের পর বুধবার রাত আড়াইটার দিকে শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানিকে জিএমপির গাছা থানায় হস্তান্তর করে র্যাব-১। এ থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করে র্যাব। এ মামলায় থানা পুলিশ রফিকুল ইসলামকে আদালতে হাজির করলে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শরিফুল ইসলাম তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত ২৫ মার্চ ঢাকার বায়তুল মোকাররমে নরেন্দ্র মোদীর ঢাকা সফরের বিরুদ্ধে চলা বিক্ষোভের সময় রফিকুল ইসলাম মাদানীকে আটক করেছিল পুলিশ। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

Share.