রমজানের কারণে ইয়েমেনে যুদ্ধবিরতির ঘোষণা সৌদি জোটের

0

ডেস্ক রিপোর্ট: মুসলমানদের পবিত্র রমজান মাস নিরাপদে উদযাপনের লক্ষ্যে ইয়েমেনে যুদ্ধবিরতি ঘোষণার আহ্বান জানিয়েছিল জাতিসংঘ। সংস্থাটির আহ্বানে সাড়া দিয়ে সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোট হুতিদের বিরুদ্ধে রোজার মাসে সামরিক অভিযান স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। আল জাজিরা জানায়, বুধবার থেকে এ যুদ্ধবিরতি কার্যকর করা হচ্ছে। এর আগে চলতি সপ্তাহের শনিবার হুতিরা ইয়েমেরন বাইরে হামলা ও ইয়েমেনের ভেতর স্থল অভিযান পরিচালনা তিনদিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল। ২০১৫ সাল থেকে যুদ্ধে জড়িয়ে পড়ে ইরান সমর্থিত হুতি ও সৌদি জোট। তাদের মধ্যকার সংঘর্ষে ইয়েমেনে ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে। বড় ধরনের বিপর্যয় এড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছে জাতিসংঘ। গত ৭ বছরের যুদ্ধে হাজারো মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া, বহু মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। গত রবিবার সৌদি জোটের সামরিক বাহিনী ইয়েমেরন হোদেইদাহ ও সানায় বিমান হামলা চালালে ৫ নারী ও দুই শিশুসহ ৮ জন নিহত হয়।

 

Share.