সোমবার, ডিসেম্বর ২৩

রমজানে চিনি ও তেল সরকার কর্তৃক নির্ধারিত দামে বিক্রি করা হবে: টিটু

0

ঢাকা অফিস: রমজানে চিনি ও তেল সরকার কর্তৃক নির্ধারিত দামে বিক্রি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, রমজানকে সামনে রেখে চিনির পর্যাপ্ত মজুত আছে। তবে চট্টগ্রামে চিনির গুদামে অগ্নিকাণ্ডকে পুঁজি করে কেউ যদি চিনির দাম বাড়ায়, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যারা বাজারে কৃত্রিম সংকট তৈরি করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (৫ মার্চ) রাজধানীর শাহবাগে একটি হোটেলে আন্তর্জাতিক বিএড সম্মেলনে তিনি এসব কথা বলেন। পেঁয়াজের দাম ইস্যুতে প্রতিমন্ত্রী বলেন, কৃষকরা দাম পাচ্ছে, তাই দাম কমানো হচ্ছে না। কৃষক ভালো দাম পেলে আগামীতে তারা আরও পেঁয়াজ উৎপাদন করবে। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। সভায় ট্রেড মিনিস্টার্স কাউন্সিলের তৃতীয় সভা ও সুপারভাইজারি কমিটির ৭ম সভা সাফল্যের সঙ্গে আয়োজন ও সম্পাদনের জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷

Share.