বুধবার, জানুয়ারী ২২

রহস্যজনকভাবে একের পর এক মানুষ নি’হত হচ্ছে ওয়াজিরিস্তানে

0

ডেস্ক রিপোর্ট: রহস্যজনকভাবে একের পর এক মানুষ নিহত হচ্ছে। চলতি বছরেই শুরু হয়েছে এমন ঘটনা। পাকিস্তানের উত্তরে অবস্থিত খাইবার পাখতুন প্রদেশের উপজাতি অধ্যুষিত জেলা ওয়াজিরিস্তানে ঘটছে এ ঘটনা।জানা যায়, চলতি বছর জেলার মানুষজন অজ্ঞাত লোকদের দ্বারা নিহত হচ্ছেন। গত বুধবার রহস্যজনকভাবে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ২১ জন নিহত হয়েছেন। যাদের মেরে ফেলার কারণ এখন পর্যন্ত একটি রহস্য বলেই মনে হচ্ছে।স্থানীয় পুলিশ জানায়, মির আলি তেহসিল নামে ওয়াজিরিস্তানের এক বাসিন্দা স্থানীয় বাজার থেকে সদাই কিনে ফেরার সময় হামলার শিকার হন।তার গাড়িকে লক্ষ্য করে কয়েকজন অজ্ঞাত লোক এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এসময় নিহত হন মির আলি তেহসিল। আহত হন একজন। হামলাকারীরা পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।হামলাকারীদের এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। কোন উদ্দেশ্যে এসব কর্মকাণ্ড হচ্ছে তা খতিয়ে দেখছে পুলিশ। ওই এলাকায় নজরদারি কড়া করে হয়েছে বলে জানা গেছে।

Share.