বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

‘রাগিনি এমএমএস রিটার্নস সিজন টু’র ট্রেলার মুক্তি পেল

0

বিনোদন ডেস্ক: ‘রাগিনি এমএমএস রিটার্নস সিজন টু’-এর ট্রেলার ইউটিউবে প্রকাশিত হয়েছে। ছবিতে সানি লিওনের পাশাপাশি আরও রয়েছেন দিব্যা আগরওয়াল ও বরুণ সুদ। ট্রেলারে দেখা যায়, রাগিনি শ্রফ তার বান্ধবীদের নিয়ে একটি হোটেলে হাজির হয়। রাগিনি শ্রফের বন্ধু বর্ষার বিয়ের আগে ব্যাচেলরেট পার্টি উপলক্ষেই রাগিনিরা হাজির হয় সেখানে। যেখানে সেই হোটেলের ম্যানেজার হিসেবে দেখা যায় বরুণ সুদকে। কিন্তু ওই হোটেলে হাজির হয়ে রাগিনির সঙ্গে যেমন হোটেল ম্যানেজার শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। তেমনি অন্য মেয়েদের সাথে কোনও না কোনও বন্ধু সম্পর্কে জড়ানোর পাশাপাশি তাদের অশ্লীল এমএমএস তৈরির কাজও শুরু করে। এরপরই ওই হোটেলে অশরীরী আত্মার আনাগোনা শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত কী হবে রাগিনি শ্রফ এবং তার বান্ধবীদের! সেই রহস্যের জট খুলবে ১৮ ডিসেম্বর।

Share.