বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি: ১১ অক্টোবর।। পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিদ্যালয়ে পাঠদান চলাকালীন ব্রজপাতে এক শিক্ষক সহ ১২ শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার বেলা সাড়ে এগারোটায় দিকে উপজেলার মৌডুবী সরকারী মাধ্যমিক পাশে আচমকা এ বজ্রপাতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৯ জনকে কলাপাড়া হাসপাতাল ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৫ জন রাঙ্গাবালী উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছে। মোডুবী সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন খান জানান, সকালে মৌডুবী এলাকায় প্রচুর বৃষ্টি ছিলো। হঠাৎ বিদ্যালয়ের পাশে এ বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় কক্ষের জানালার পাশে এক শিক্ষক সহ ১৪ জন আহত হয়। মৌডুবী সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন খান জানান, স্কুলে বজ্রপাতের ঘটনার সাথে সাথে আমি ইউএনও মহোদয়কে জানানোর পর রাঙ্গাবালী ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র থেকে তিনি চিকিৎসার জন্য ডাক্তার পাঠান। রাঙ্গাবালী ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রের কমিউনিটি অফিসার রেজাউল করিম জানান, আমি আসার আগেই ৫ জনকে কলাপাড়া নেয়া হয়েছে। কয়েকজন স্বাভাবিক ছিলো তাদেরকে যার যার বাসায় নেয়া হয়েছে। শিক্ষকসহ ২ জনকে আমি প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তারা এখন সুস্থ আছেন।
রাঙ্গাবালীতে বিদ্যালয়ে পাঠদান চলাকালীন বজ্রপাত, এক শিক্ষক সহ ১৪ শিক্ষার্থী আহত
0
Share.