বুধবার, ডিসেম্বর ২৫

রাজধানীতে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে ‘সর্বাত্মক লকডাউন’

0

ঢাকা অফিস: রাজধানীতে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে সর্বাত্মক লকডাউন। গেল কয়েক দিনের তুলনায় আজ বুধবার (২১ এপ্রিল) প্রধান সড়কগুলোতে ব্যক্তিগত যানবাহনের উপস্থিতি কিছুটা বেড়েছে।নানা অজুহাতে বের হওয়া মানুষদের জেরার মুখে পড়তে হচ্ছে পুলিশের চেক পোস্টগুলোতে। বেশিরভাগই প্রেসক্রিপশন নিয়ে বের হয়েছেন। জরুরি সেবা নিতে যাচ্ছেন বলে জানিয়েছেন তারা।কম সময়ের মধ্যে তাদের বের হওয়ার উদ্দেশ্য ভেরিফাই করাটা অনেকটা কঠিন বলে জানিয়েছেন মাঠ পর্যায়ে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা।এদিক পাড়া-মহল্লার অলিগলিতেও সাধারণ মানুষের বাইরে বের হওয়ার প্রবণতা বেড়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলাচলের বিষয়টি একবারেই উপেক্ষিত। রাজধানীর কাঁচাবাজারগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।রাজধানীর মিরপুর ১০, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, নিউ মার্কেট, সায়েন্স ল্যাবরেটরি, শাহবাগ, আসাদগেট, মৎস্য ভবন, পল্টন, গুলিস্তান, কাকরাইল, মগবাজার, মহাখালীসহ বিভিন্ন স্থান ঘুরে এমন চিত্র দেখা গেছে।সরেজমিনে দেখা যায়, চেকপোস্টগুলোতে পুলিশের খুব কড়া নজরদারি না থাকায় প্রধান সড়কগুলোতে অধিক পরিমাণে ব্যক্তিগত গাড়ি চলাচল করছে। কোথাও কোথাও আবার যানজট তৈরি হয়েছে। তবে সড়কগুলোতে মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেল, পিকআপ, অ্যাম্বুলেন্স, রিকশাসহ ব্যক্তিগত বিভিন্ন পরিবহন চলাচল করলেও গণপরিবহন চলাচল করেনি। অনুমোদন ছাড়াই অনেককে ব্যক্তিগত পরিবহনে যাত্রী আনা-নেয়া করতে দেখা গেছে।ফার্মগেটে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক আরিফ  বলেন, ‘সকালে রাস্তায় গাড়ির চাপ বেশি থাকে। সে জন্য কড়াকড়িভাবে চেকপোস্ট বসানো হচ্ছে। আউটপাসসহ জরুরি কাজে নিয়োজিত ব্যক্তিদের গাড়ি ছাড়া হচ্ছে। অন্যদের বাড়ি ফিরিয়ে দেয়া হচ্ছে। অহেতুক রাস্তায় গাড়ি নিয়ে বের হলে তাদের আটক করে মামলা দায়ের করা হচ্ছে।’

Share.