বুধবার, ডিসেম্বর ২৫

রাজধানীতে দুই কিশোরীকে গণধর্ষণ,গ্রেফতার- ৩

0

ঢাকা অফিস: রাজধানীর কদমতলীতে দুই কিশোরী গণধর্ষণের অভিযোগ করেছে। তাদের একজনের বয়স ১৩ এবং আরেকজনের ১৫ বছর। স্বাস্থ্য পরীক্ষার জন্য রোববার বাংলাদেশ সময় রাতে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। এদিকে এ ঘটনায় কদমতলী থানায় একটি মামলা হয়েছে। মামলায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- সোহেল, রানা ব্যাপারী ও আকতার আলী। কদমতলী থানার ইন্সপেক্টর (তদন্ত) কামরুজ্জামান বলেন, রবিবার বাংলাদেশ সময় সকালে কদমতলী নোয়াখালী পট্টি এলাকায় তিন যুবক মিলে দুই কিশোরীকে ধর্ষণ করে। ওই দুই কিশোরী নিজেরাই বাংলাদেশ সময় রাতে থানায় এসে অভিযোগ করে। এ অভিযোগের ভিত্তিতে একটি মামলা হয়েছে। মামলার পরপরই তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

Share.