ঢাকা অফিস: রাজধানী ঢাকার মতিঝিল, শাহবাগ, সবুজবাগ, পল্টন, যাত্রাবাড়ী এবং বংশাল এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ৩১ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, র্যাব-৩ এর আভিযানিক দল রাজধানীর মতিঝিল, শাহবাগ, সবুজবাগ, পল্টন, যাত্রাবাড়ী এবং বংশাল থানা এলাকায় ১৫ ডিসেম্বর রাতে অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের সদস্য মো. রুবেল (২৬), মো. সোহাগ (১৯), মো. মানিক (৩০), মো. সাইফুল ইসলাম (৩০), সুমন মিয়া (৩০), মো. রাজু বিশ্বাস (২৭), শ্রী দুলাল চন্দ্র শিল (৩২), মো. আসাদুল্লাহ (৪২), মো. শাহাদাৎ হোসেন (২৫), পান্না (২৫), মেহেদি হাসান (২৫), মো. শাকিল (২৭), মো. আসাদুল ওরফে বিটকেল (২২), মো. রনি তালুকদার (১৯), মো. হাফিজুল ইসলাম (১৯), মো. রাসেল (২২), মো. হৃদয় নিরব (২২), মো. শেখ মিলন (২২), মো. রফিকুল ইসলাম (২৯), মো. জুয়েল হাওলাদার (২৬), মো. মুন্না(২২), মো. মাসুদ ওরফে খোরশেদ আলম (২০), মো. ফাহিম (২১), আ. কাদের (২৪), মো. আশরাফ আলী (৩৭), মো. মিলন (২৫), মো. রিয়াজ (৩৬), গৌতম অধিকারী (৩৮), মো. জুয়েল হোসেন (২৮), মো. জাবেদ (৩৮) এবং মো. রবিউল ইসলামকে (২০) গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে তিনটি এন্টিকাটার, ১৪টি ব্লেড, দুইটি ছুরি, চারটি সুইচ গিয়ার, একটি ক্ষুর, একটি কাঁচি, ছয়টি ব্যাটারি, ৩৭টি মোবাইল ফোন এবং নগদ ২৭ হাজার ৭৩ টাকা উদ্ধার করা হয়।
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে ৩১ ছিনতাইকারী গ্রেপ্তার
0
Share.