ঢাকা অফিস: জাতীয় নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর পরামর্শ নিতে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংলাপে পাওয়া পরামর্শগুলো পর্যালোচনা করে নির্বাচনের পথনকশা চূড়ান্ত করবে ইসি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংলাপে ক্ষমতাসীন আওয়ামী লীগ, তাদের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপিসহ নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে। তবে বিএনপি বলেছে, তারা ইসির সংলাপে অংশ নেবে না। এর বাইরে আরও কয়েকটি দলও সংলাপে অংশ নেবে না বলে জানিয়েছে। ফলে শেষ পর্যন্ত এ সংলাপ কতটুকু ফল বয়ে আনবে, তা নিয়ে সংশয় থাকছেই। রবিবার সকালে গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সঙ্গে প্রথম সংলাপ হচ্ছে। এরপর পর্যায়ক্রমে বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস ও বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) সঙ্গে সংলাপে বসার কথা রয়েছে। প্রতিদিন সর্বোচ্চ চারটি দল সংলাপে অংশ নেবে। সংলাপে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি দুই ঘণ্টা করে সময় পাবে। যদিও অন্য দলগুলোর জন্য বরাদ্দ এক ঘণ্টা করে। ইসি বিএনপির সঙ্গে সংলাপের তারিখ নির্ধারণ করেছে ২০ জুলাই। আর সব শেষে ৩১ জুলাই বসবে আওয়ামী লীগ। এর মধ্য দিয়ে শেষ হবে আনুষ্ঠানিক সংলাপ। নির্বাচন কমিশন বলছে, সংলাপে আসা পরামর্শগুলো পর্যালোচনা করে তারা নির্বাচনের পথনকশা চূড়ান্ত করবে। গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার ১৫ দিনের মাথায় অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করে ইসি। শিক্ষাবিদ, বিশিষ্ট নাগরিক, সম্পাদক, নির্বাচন বিশেষজ্ঞ, নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে সংলাপ করেছে তারা।
রাজনৈতিক দলগুলোর পরামর্শ নিতে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন
0
Share.