সোমবার, ডিসেম্বর ২৩

রাজপদবীর ব্যবহার নিষিদ্ধ হ্যারি ও মেগানের জন্য

0

ডেস্ক রিপোর্ট: হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল ব্রিটেনের রাজপরিবারের পদবী আর কখনওই ব্যবহার করতে পারবেন না। যুক্তরাজ্যের ডিউক ও ডাচেস অব সাসেক্স উপাধি ব্যবহার করতে পারবেন না তারা। উপাধি হারালেন এই দম্পতি। বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এ দম্পতি আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের রানির প্রতিনিধিত্ব করতে পারবেন না। বিবৃতিতে বলা হয়, ফ্রগমোর কটেজের পুনর্নির্মাণের জন্য সাসেক্সের ডিউক অ্যান্ড ডাচেস করদাতাদের ২ দশমিক ৪ মিলিয়ন দেনা পরিশোধের ইচ্ছা প্রকাশ করেছেন, যা তাদের ব্রিটেনের পরিবারিক আবাসস্থলেই থাকবে। বাকিংহাম প্যালেসের সে বিবৃতিতে জানায়, এই বছরের বসন্তে নতুন ব্যবস্থাটি কার্যকর হয়। হ্যারি-মেগান দম্পতি জানান, যুক্তরাজ্যে তাদের ফ্রগমোর কটেজ সরকারি অর্থে সংস্কার করতে প্রায় ২৫ লাখ পাউন্ড খরচ হয়েছে, সেটা তারাই শোধ করবেন। যুক্তরাজ্যে অবস্থানকালে তারা এখন থেকে ওই কটেজেই বাস করবেন। রানি এলিজাবেথ জানান, ‘হ্যারি-মেগান ও তাদের সন্তান আর্চি সব সময় আমার পরিবারের অতি আপনজন হয়ে থাকবে।’

Share.