বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

রাজপরিবার নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য হ্যারির

0

ডেস্ক রিপোর্ট: বাড়িতে নিজেকে চিড়িয়াখানায় বন্দির মতো মনে হতো বলে আবারও বিস্ফোরক মন্তব্য করেছেন ব্রিটিশ রাজপরিবার ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যাওয়া রাজ সিংহাসনের অন্যতম উত্তরাধিকারী প্রিন্স হ্যারি।২০ বছর বয়সে বেশ কয়েকবার তিনি ঘর ছাড়ার চেষ্টা করেছেন বলেও জানিয়েছেন তিনি। সম্প্রতি আর্মচেয়ার এক্সপার্ট পডকাস্টের সর্বশেষ পর্বে এসব কথা বলেন প্রিন্স হ্যারি।গত ৭ মার্চ কয়েকশ বছরের পুরনো ব্রিটিশ রাজপরিবার সম্পর্কে বিস্ফোরক এক সাক্ষাৎকারে অনেক অজানা ও অপ্রিয় কথা শোনান হ্যারি–মেগান দম্পতি।রাজপরিবারের বর্ণবাদী ও কর্তৃত্বপরায়ণ আচরণ নিয়ে অভিযোগ তোলেন প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল।গত বছর জানুয়ারিতে রাজপরিবারের দায়িত্ব ছেড়ে লস অ্যাঞ্জেলেসে সংসার পেতেছেন হ্যারি ও মেগান। সম্প্রতি আরেকটি শোয়ে কৃষ্ণাঙ্গ মায়ের কন্যা মেগান বলেছিলেন, আর্চির জন্মের আগে ছেলের গায়ের রং কতটা কালো হতে পারে, রাজপরিবারে এসব নিয়ে আলোচনা হতো!প্রচণ্ড মানসিক চাপে এক সময় অসুস্থ হয়ে পড়ছিলেন তিনি। হ্যারি এ দিনের শোতে জানিয়েছেন, স্ত্রীর ওই অবস্থায় অবর্ণনীয়ভাবে অসহায় বোধ করেছিলেন তিনি। যুদ্ধবিধস্ত আফগানিস্তানে হেলিকপ্টারে চেপে যখন ঘুরছিলেন, তখন ঠিক এই রকম অসহায় মনে হয়েছিল নিজেকে।

Share.