বুধবার, জানুয়ারী ২২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে পুলিশ প্রত্যাহার

0

বাংলাদেশ থেকে রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোতে কর্তব্যরত পুলিশ সদস্যদের সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে তাদের ব্যবহার্য জিনিসপত্রসহ হল ছেড়ে চলে যেতে দেখা যায়। পরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক আসাবুল হক। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে ক্যাম্পাসের ভেতর বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। যেসক পয়েন্টগুলো দিয়ে বহিরাগতদের প্রবেশের সুযোগ রয়েছে, সেসব পয়েন্টে পুলিশি পাহারা মোতায়েন করা হয়েছে। এর আগে গত জানুয়ারি মাসে পরপর কয়েকটি ছিনতাই ও বহিরাগতদের মাদক গ্রহণকালে আটকের ঘটনা ঘটে। এছাড়া গত ১ ফেব্রুয়ারি আবাসিক হলের সামনে ট্রাক চাপায় এক শিক্ষার্থী নিহত হয়। এসব ঘটনাকে কেন্দ্র করে গত ২ ফেব্রুয়ারি প্রশাসনের উন্মুক্ত আলোচনায় নিরাপদ ক্যাম্পাসের দাবি জানায় শিক্ষার্থীরা। সেই দাবির পরিপ্রেক্ষিতে আবাসিক হল থেকে পুলিশ সদস্যদের সরিয়ে অরক্ষিত পয়েন্টগুলোতে মোতায়েন করা হয় বলে জানা যায়।

Share.