বাংলাদেশ থেকে রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জন মারা গেছেন। এ সময় করোনায় আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গ নিয়ে ৮ জন প্রাণ হারিয়েছেন।সোমবার (১২ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।শামীম ইয়াজদানী বলেন, ‘মৃতদের মধ্যে রাজশাহীর ৫ জন, নাটোরের ৪ জন, পাবনার ১ জন, নওগাঁর ২ জন ও চাঁপাইনবাবগঞ্জের ২ জন রয়েছেন।তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৬৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন। করোনা আক্রান্ত হয়ে ২২৯ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২৮৮ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৪৫৪টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৫১৭ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯.৬৩ শতাংশ।
রাজশাহী মেডিকেলে করোনায় ১৪ জনের মৃত্যু
0
Share.