মঙ্গলবার, ডিসেম্বর ২৪

রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ পুলিশ সদস্যদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী

0

ঢাকা অফিস: ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে হানাদার বাহিনীর হামলা প্রতিরোধ করতে গিয়ে রাজারবাগে শহিদ হয়েছিলেন অনেক পুলিশ সদস্য। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মঙ্গলবার সকালে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ পুলিশ স্মৃতিস্তম্ভে সে সকল শহীদ পুলিশ সদস্যদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় তার সাথে ছিলেন আইজিপিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্মরণ করেন বীর শহীদদেরকে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপারেশন সার্চলাইটের মাধ্যমে ঢাকার বিভিন্ন স্থানে গোলাবর্ষণ করা হয়, অনেক স্থানে নারীদের উপর পাশবিক নির্যাতন চালানো হয় এবং অনেক স্থানে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালানো হয়। মহান স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রাজারবাগ পুলিশ লাইন্সেই প্রথম সশস্ত্র প্রতিরোধ করেছিলেন পুলিশ সদস্যরা।

Share.