রাজা-রানি হিসেবে প্রথমবার বাকিংহাম প্যালেসে চার্লস-ক্যামিলা

0

ডেস্ক রিপোর্ট: বর্তমান বিশ্বের প্রাচীনতম রানি দ্বিতীয় এলিজাথ সদ্য প্রয়াত হয়েছেন। ৯৬ বছর বয়সে তিনি ৭০ বছরের রাজত্বের ইতি টেনে পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। রাজত্বকালে তার হাত ধরে নিয়োগ পেয়েছে ব্রিটেনের ১৫ জন প্রধানমন্ত্রী। রানির মৃত্যুতে সিংহাসন পেয়েছেন তার বড় ছেলে প্রিন্স চার্লস।  ইতোমধ্যেই স্কটল্যান্ডের এবারডিনের বালমোরাল প্রাসাদ থেকে লন্ডনের বাকিংহাম প্যালেসে এসে উপস্থিত হয়েছেন রাজা তৃতীয় চার্লস। বাকিংহামে রাজা হিসেবে নিজের প্রথম ভাষণ দেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার কিছু আগে ঘোষণা করা হয় যে, স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে এদিন দুপুরে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু হয়েছে।

Share.