বুধবার, ডিসেম্বর ২৫

রাজু ভাস্কর্য থেকে ছাত্র-জনতার ‘শহীদি মার্চ’

0

ঢাকা অফিস: আজ ৫ সেপ্টেম্বর। একমাস আগে ঠিক এই দিনে ছাত্রজনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। এর আগে সহিংসতায় হাজারেরও বেশি ছাত্রজনতা নিহত হন। তাদের স্মরণে তাই আজ ‘শহীদি মার্চ’ ঘোষণা করেন ছাত্ররা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে বেলা সাড়ে ৩টায় শহীদি মার্চের পদযাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, কারিগরি, মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মার্চটি বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত-সায়েন্সল্যাব-কলাবাগান-সংসদ ভবন-ফার্মগেইট-কারওয়ান বাজার-শাহবাগ-রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে সমাপ্ত হওয়ার কথা রয়েছে। এর আগে বিভিন্ন স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দল বেঁধে রাজু ভাস্কর্যের সামনে এসে জড়ো হন। এর পর শুরু হয় তাদের পদযাত্রা।

Share.