সোমবার, জানুয়ারী ২০

রাতভর খুঁজেও মিলল না কনের ঠিকানা, বিয়ে না করিয়েই ফিরল বরযাত্রী!

0

ডেস্ক রিপোর্ট: ভারতের উত্তরপ্রদেশের মাও এলাকায় বিয়ে করতে এসে কনের বাড়ি খুঁজে না পেয়ে ফিরে যায় বরযাত্রী। একেবারে ফিল্মি কায়দায় বর ঠকানো যাকে বলে। ঘটনাটি ঘটেছে ১০ ডিসেম্বর শীতের রাতে, একেবারে বন্ধু-বান্ধবের সাথে শোভাযাত্রা নিয়ে আজমগড় থেকে মাও পৌঁছেছিলেন বরযাত্রী, কিন্তু গন্তব্যে পৌঁছেও মেলেনি কনের বাড়ি। একেবারে তন্নতন্ন করে গোটা শহর রাতভর খুঁজে ফেললেও মেলেনি কনের বাড়ি। এর পরেই ক্লান্ত হয়ে ফিরে যান আজমগড়।  স্বাভাবিকভাবেই বরযাত্রী এই রাগ ঝেড়েছে ঘটকের ওপর। যাচ্ছেতাই গালাগাল দিয়েছেন বরযাত্রী, এমনকি সারাদিন আটকে রেখেছে তাকে। সবকিছুর পরে থানায় অভিযোগ জানানো হয়। কিন্তু এক বিশাল ভুল করে ফেলে বরযাত্রী। কারণ এর আগে একবারও কনের বাড়ি যায়নি বরপক্ষ। কিন্তু কনের সাজ গোজ উপলক্ষে কুড়ি হাজার টাকা তারা আগেই হাতিয়ে নেয় বরপক্ষের কাছ থেকে। এর আগেও সেই যুবক বিয়ে করেছিল কিন্তু আগের বউ বাপের বাড়ি যাওয়ার পর আর ফিরে আসেনি, এরপরে ফের পরিবার সেই যুবককে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করলেও এমন ঘটনার শিকার হন তারা।

Share.