শনিবার, ডিসেম্বর ২৮

রাতের আধাঁরে দূর্বৃত্তরা আগুনে পুড়ে মারলো ৪ টি গরু : রক্ষা করতে গিয়ে খামারী দগ্ধ

0

বাংলাদেশ থেকে পটুয়াখালী প্রতিনিধি:  পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের পীরতলা গ্রামে এক ক্ষুদ্র খামারীর গোয়াল ঘরে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে মারা গেছে দুটি বাছুরসহ চারটি গরু। একটি বাছুর উদ্ধার করতে সক্ষম হলেও অগ্নিদগ্ধ হয়েছেন খামারের মালিক জাহাঙ্গির খলীফা (৪০) বর্তমানে সে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাীন আছেন। গত রাত (২ জুলাই) দুইটার দিকে এই নাশকতার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় নিঃশ্ব হয়ে পড়েছেন খামারের আয়ের উপর নির্ভরশীল পরিবারটি। এতে পরিবারের দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। খামারের মালিক জাহাঙ্গির খলীফা ও তার স্বজনরা জানান, দুটি ফ্রিজিয়ান জাতের গাভিন গরু ও তিনটি বাচ্চা ছিল খামারে। প্রতিদিন ৪০ লিটার দুধ দিত গরু দুটি। দুধ বিক্রি করেই চলতো তাদের সংসার। গত রাত ১ টার সময়েও ঘুমানোর আগে জাহাঙ্গির গোয়াল ঘরে ঘুরে এসে স্বাভাবিক দেখতে পান। রাত দুইটায় পাশের ঘরের লোকজনের ডাক-চিৎকারে ঘুম ভাঙ্গে জাহাঙ্গীর ও তার পরিবারের। গোয়ালঘরে দাউ-দাউ আগুন জ্বলতে দেখে জীবনের ঝুঁকি নিয়ে ভিতরে ঢুকে জাহাঙ্গির। একটি বাছুর রশি কেটে বাঁচাতে সক্ষম হলেও চোখের সামনে পুড়ে মারা যায় বাকি চারটি গরু। এসময় আগুনে জাহাঙ্গিরের হাত, কাঁধ ও পিঠের কিছু অংশ পুড়ে যায়। ঘটনাস্থলে কাউকে না দেখলেও জমি নিয়ে পুর্বের দ্বন্দের জেরে তার খামারে পেট্রোল দিয়ে আগুন দেয়া হয়েছ বলে খামারে মালিক জাহাঙ্গির খলীফাসহ পরিবারের ধারণা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে জাহাঙ্গিরের শরীরের কিছু অংশ পুড়ে গেলেও আশংকাজনক নয়। এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে সাব-ইন্সপেক্টর আল মামুনকে পাঠানো হয়েছে, তদন্ত চলমান রয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Share.