বুধবার, জানুয়ারী ২২

রাতে খেলা পিএসজির, মেসি নামছেন কবে?

0

স্পোর্টস ডেস্ক: চুক্তি শেষ। আনুষ্ঠানিকতা সম্পন্ন। করেছেন অনুশীলন। বার্সেলোনার ছেড়ে পিএসজিতে লিওনেল মেসি। কিন্ত মাঠে নামবেন কবে? সবাই অপেক্ষায় ৩০ নম্বর জার্সি গায়ে মেসির খেলা দেখতে।লিগ ওয়ানে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্ট্রাসবার্গের মুখোমুখি হবে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। মেসি আসার পর প্রথম ম্যাচ খেলতে নামছে পিএসজি। তবে ম্যাচ ফিটনেসে ঘাটতি থাকায় এ ম্যাচে দেখা যাবে না আর্জেন্টাইন মহাতারকাকে। ম্যাচটি শুরু হবে শনিবার বাংলাদেশ সময় রাত ১টায়।মেসিকে নিয়ে পিএসজির ঝড় অনেকটাই থেমেছে। বাইরের আলোচনা ছেড়ে, আবারও মাঠের খেলায় মনোযোগী হতে হচ্ছে প্যারিসের দলটিকে। গেল মৌসুমের শেষ দিন থেকেই নানা কারণে ইউরোপিয়ান ফুটবলে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ক্লাবটি।দলবদল শুরু হতে, সেই আলোচনা রূপ নেয় চমকে। একের পর এক ফুটবলারদের দলে ভিড়িয়ে সবাইকে তাক লাগিয়ে দেন নাসের আল খেলাইফি। ফ্রি এজেন্টে দলে ভেড়ান রামোস, মেসি, ডোন্নারুমা, উইনালডামদের।এবার মাঠে ঝলক দেখানোর পালা পারসিয়ানদের। ট্রয়েসকে হারিয়ে যা ইতোমধ্যে দেখিয়েওছে তারা। নেইমারবিহীন ম্যাচটা দলটি জিতেছে ইকার্দি আর হাকিমির গোলে। লিগ ওয়ানের শিরোপা পুনরুদ্ধারে প্রথম থেকেই এবার আক্রমণাত্মক পিএসজি।প্রথম ম্যাচের একাদশে কয়েকটি পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। নাভাসের জায়গায় আজ গোলপোস্ট সামলাতে পারেন ইতালিয়ার হয়ে ইউরো জয়ী ডোন্নারুমা। অন্যদিকে রামোসের অভিষেকটাও হয়ে যেতে পারে এ ম্যাচে। আর ইকার্দিকে বসিয়ে নেইমার যে ফিরছেন তা অনেকটাই অবধারিত।একঝাঁক সম্ভাবনাময় ফুটবলারদের নিয়ে তাই মধুর সমস্যায় পড়তে হচ্ছে পচেত্তিনোকে। কাকে রেখে কাকে খেলাবেন সেটাই এখন বড় চ্যালেঞ্জ এই আর্জেন্টাইনের জন্য। স্ট্রাসবার্গের বিপক্ষে ৮ বারের দেখায় ৬ ম্যাচেই জিতেছে প্যারিস সেইন্ট জার্মেই।এর আগে পিএসজির হয়ে বুধবার (১১ আগস্ট) আনুষ্ঠানিকভাবে পরিচয় এবং ভক্তদের অভাবনীয় অভ্যর্থনা গ্রহণের পর বৃহস্পতিবার (১২ আগস্ট) ক্লাব অনুশীলনে সতীর্থদের সাথে যোগ দিয়েছেন মেসি।ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ মাউরিসিও পচেত্তিনো নিশ্চিত করে বলতে পারেননি কবে নামছেন লিও মেসি।‘আমরা ধাপে ধাপ এগিয়ে যাচ্ছি। প্রাধন্য দিচ্ছি তার ভালো লাগাকে। যখনই নিজে প্রস্তুত হয়ে যাবেন তখনই অভিষেক হবে তার।’ বলেছেন কোচ।এদিকে ফ্রেঞ্চ গণমাধম্যগুলো জানাচ্ছে, পিএসজির ইচ্ছা ঘরের মাঠে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের অভিষেক করানোর।আগামী ২০ আগস্ট ব্রেস্ট ও ২৯ আগস্ট রেইমসের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে নামবে দলটি। আন্তর্জাতিক বিরতি শেষে ১১ সেপ্টেম্বর ক্লেরমন্ট ফুটের বিপেক্ষে পার্ক দো প্রিন্সেসে নামবে দলটি। ওই ম্যাচেই দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে মেসির।

Share.