রাতে ‘রেডিও টুডে’তে গানে মাতাবেন শাফিন আহমেদ

0

বিনোদন ডেস্ক: বেসরকারি রেডিও টুডে (89.6 FM)-এ দর্শকের সঙ্গে সরাসরি আড্ডা ও গানে মাতবেন বাংলা ব্যান্ড জগতের লিজেন্ড শাফিন আহমেদ। শুক্রবার রাত ১২টায় বেঙ্গল বয়েজ স্টুডিওর নিয়মিত আয়োজনে শিল্পী নাইম মর্তুজার সঙ্গে যুক্ত হবেন জনপ্রিয় এই ব্রান্ড তারকা।শিল্পীর সঙ্গে আড্ডা ও গান শোনাতে টিউন করতে হবে Radio Today 89.6 FM। ফেসবুক লাইভেও দেখা যাবে একযোগে Radio Today 89.6 ও Bengal Boys এর অফিসিয়াল পেইজ থেকে। এছাড়া দেশের যে কোনো প্রান্ত থেকে শোনা যাবে Radio Today App থেকে।

বেঙ্গল বয়েজ-এর ব্যান্ড লিডার এবং ব্যান্ডটির লিড ভোকাল নাইম মুর্তজা ঢাকা টাইমসকে বলেন, ‘এই রেডিও শো-টাকে ভিন্নধর্মী বলার বেশ কিছু কারণ আছে। তার মধ্যে অন্যতম হল নিজেদের ব্যান্ডের গান করার পাশাপাশি অনুষ্ঠান উপস্থাপনা করা রেডিও ইন্ডাস্ট্রিতে এই প্রথম। পুরো শো-টিতে আমরা বেশ কিছু সেগমেন্ট রেখেছি। যেখানে আমরা আমাদের নিজেদের গান করবো, নতুন গানগুলো এই শোতেই রেডিওতেই রিলিজ দিব।’আমন্ত্রিত অতিথি এবং প্রচার সময় প্রসঙ্গে জানাতে গিয়ে নাইম মুর্তজা আরও বললেন, ‘আমরা বিখ্যাত গানগুলো কাভার করার চেষ্টা করবো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের শোতে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পীদের আমন্ত্রণ জানানো হবে, যারা তাদের নিজেদেরই গান করবে বেঙ্গল বয়েজ-এর কম্পোজিশনে। রাত ১২টা থেকে রাত ২টা পর্যন্ত এই লাইভ হবে, যা মিউজিক্যাল লাইভ এর জন্য সবচেয়ে দারুন সময়।’

Share.